Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেপরোয়া মন নিয়ে অ্যামোজ রেকর্ডস-এর যাত্রা শুরু

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১০:৩৪ এএম, ২৯ জানুয়ারি, ২০১৮

বিনোদন রিপোর্ট: অ্যামোজ রেকর্ডস সংগীত বাজারে নতুন প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান। গত ২৫ জানুয়ারি রাতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শাওন গানওয়ালার নতুন গান-ভিডিও প্রকাশের মধ্য দিয়ে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘বেপরোয়া মন’ শিরোনামের বিশেষ এই গানের ভিডিও। রঞ্জু রেজার কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ুন। গানটির দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ। এতে শাওন গানওয়ালার পাশাপাশি মডেল হয়েছেন সুমিত ও শাকিলা। শাওন গানওয়ালা বলেন, ‘যেমন গান তেমন ভিডিও হয়েছে। আমি আনন্দিত। অ্যামোজ রেকর্ডসের জন্য শুভকামানা। আশা করছি, আমাদের গান-ভিডিও দেখে মুগ্ধ হবেন সবাই।’ ভিডিও নির্মাতা মাহিন আওলাদ বলেন, ‘গানটি খুবই রোমান্টিক। চেষ্টা করেছি সেভাবেই পর্দায় তুলে আনতে। ভিডিওটি প্রকাশের পর থেকে প্রচুর পজেটিভ সাড়া পাচ্ছি। এটাই বড় স্বার্থকতা। ধন্যবাদ জানাই অ্যামোজ রেকর্ডস কর্তৃপক্ষকে- আমার প্রতি আস্থা রাখার জন্য।’ এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামোজ রেকর্ডস এর ব্যাবস্থাপনা পরিচালক সাউন্ড ইঞ্জিনিয়র আমজাদ হোসেন বাপ্পী জানান, ‘বেপরোয়া মন’ গানটি তাদের ইউটিউব চ্যানেল ছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সবক’টি মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্মে। তিনি বলেন, ‘শুদ্ধ বাংলা গানের বিকাশের লক্ষ্যে আমরা যা যা করা দরকার তার পুরোটাই করতে চাই। আমি নিজেও দীর্ঘ সময় সংগীতের সঙ্গে জড়িয়ে আছি। এতদিনের অভিজ্ঞতা এবার গান প্রযোজনায় কাজে লাগাতে চাই। এরজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’ অ্যামোজ রেকর্ডস থেকে শিঘ্রই বেশ কিছু এক্সক্লুসিভ অডিও এবং ভিডিও গান প্রকাশিত হবে। যে তালিকায় রয়েছে কুমার বিশ্বজিৎ, জয় শাহরিয়ার, মাহাদী, নিশিতা, কিশোর, বেলাল খান, কলকাতার নচীকেতার মতো শিল্পীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ