Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যালামনাই এসোসিয়েশন অফ এনএসইউ-এর প্রথম পুণর্মিলনী

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: উৎসবমুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো অ্যালামনাই এসোসিয়েশন অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি (এএএনএসইউ) আয়োজিত পুণর্মিলনী অনুষ্ঠান ‘এনএসইউয়ার্স কার্নিভ্যাল- অ্যা ডে উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’। গত শুক্রবার রাজধানীর বনানীস্থ চেয়ারম্যান বাড়ী মাঠে এনএসইউ’র সাবেক শিক্ষার্থীরা পরিবার ও বন্ধুদের সাথে স্বর্ণালী ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ ও নানা বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেয়ার মাধ্যমে দিনটি উদযাপন করে। দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্যান্স শো, ফায়ার শো, লটারি ও পুরষ্কার বিতরণসহ আরও অনেক কিছু। পূণর্মিলনী অনুষ্ঠানে পারফর্ম করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তপু’র ব্যান্ড যাত্রী, ওল্ড স্কুল, আলিফ আলাউদ্দিন এবং জুবাইর মালিকসহ নর্থ সাউথ ইউনিভার্সিটির আরও অনেক পরিচিত মুখ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ডেইলি স্টার এবং রেডিও ঢোল, আইস ক্রিম পার্টনার পোলার, সিলভার পার্টনার দি ব্রেন্টউড। পুণর্মিলনীতে পরিবারকে সাথে নিয়ে পুরনো বন্ধুদের সাথে মিলিত হওয়ার আনন্দ ফুটে উঠেছিল সবার চোখে-মুখে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ