Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৈনিক ইনকিলাব সংবাদদাতা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) উথান মন্ডল দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা ২০১৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান, সৃজনশীল ক্ষেত্রে বহুমূখী অবদান, শীতকালীন এবং গ্রীষ্মকালীন উপজেলা পর্যায়ে খেলাধুলায় অগ্রনী ভূমিকা পালন সহ বিষয় ভিত্তিক প্রশিক্ষনে অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ’২০১৮ উদযাপন কমিটি শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত করেছেন। উথান মন্ডল ২০০৪ সালের এপ্রিল মাসে নাজিরপুর উপজেলা ৬নং নাজিরপুর সদর ইউনিয়নে অবস্থিত পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজী) হিসেবে যোগদান করেন। নাজিরপুর মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৪টি। এছাড়া স্কুল পর্যায়ে প্রধান শিক্ষক হিসেবে সুদর্শণ গাইন, গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়, কলেজ পর্যায়ে অধ্যক্ষ হিসেবে মোঃ নজরুল ইসলাম, শ্রেষ্ঠ কলেজ শ্রেনী শিক্ষক হিসেবে মাধব ডাকুয়া, নাজিরপুর কলেজ, মাদ্রাসা পর্যায়ে শ্রেনী শিক্ষক হিসেবে মোঃ আবুল কালাম, মধ্য কলাদোয়ানিয়া দাখিল মাদ্রাসা নির্বাচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ