রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সরকার আদম আলী, নরসিংদী থেকে : নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা সড়ক ৪ লেনে উন্নীত করা হচ্ছে। পাঁচদোনা থেকে ডাঙ্গা হয়ে ইসলামপুর খেয়াঘাট ও ঘোড়াশাল পর্যন্ত ২০ কিলোমিটার লম্বা এই রাস্তাটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৯৩৭ কোটি টাকা। গতকাল রবিবার সকালে পাঁচদোনা মোড়ে ভূমি অধিগ্রহণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে পলাশের এমপি কামরুল আশরাফ খাঁন পোটন প্রধান অতিথির বক্তৃতাকালে এই তথ্য প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ, নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াস, নরসিংদী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো: মনিরুজ্জামান, সভাপতিত্ব করেন পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, শিলমান্দী ইউপি চেয়ারম্যান আবদুল বাকীর, মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, ডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো: সাবের উল হাই প্রমুখ। প্রধান অতিথি কামরুল আশরাফ খাঁন পোটন এমপি বলেন, পলাশ ও ঘোড়াশাল শিল্প এলাকা নরসিংদী তথা দেশের একটি প্রাচীনতম শিল্প এলাকা। এই এলাকায় যাতায়াতের একমাত্র রাস্তা হচ্ছে পাঁচদোনা-ঘোড়াশাল সড়ক। পলাশ ও ঘোড়াশাল শিল্প এলাকায় ব্যাপক সংখ্যক শিল্পকারখানা স্থাপিত হলেও এসব শিল্প এলাকা বা শিল্প কারখানায় যোগাযোগের জন্য কোন আধুনিক রাস্তাঘাট গড়ে উঠেনি। আধুনিক শিল্প এলাকায় সহজ যাতায়াতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়ায় শিল্প এলাকার উন্নয়ন কাঙ্খিত পর্যায়ে পৌঁছতে পারছে না। শিল্পকারখানায় উৎপাদিত পণ্য বাজারজাত করণে অসুবিধার সৃষ্টি হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।