Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙ্গায় রোগীকে অপহরণের চেষ্টা

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গায় কতিপয় দুর্বৃত্ত ফিল্মি কায়দায় প্রকাশ্যে উপজেলা হাসপাতাল থেকে রোগীকে অপহরন করে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালায়।পরে রোগীদের চিৎকারে পাশে থাকা অন্যান্য রোগী, রোগীর আত্মীয়স্বজন এবং হাসপাতালের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।জানা গেছে,জমাজমি ও গ্রাম্য দ্ব›েদ্বর জের ধরে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে সীমান্তবর্তী মুকসুদপুরের মৌলভী বাহাড়া গ্রামে দেলোয়ার গংদের হামলায় একই গ্রামের ইসমাইল শেখের ছেলে ইকরাম শেখ (৩৫) ও হাছেন শেখ(৬৫) গুরুতর আহত গত বুধবার ভাঙ্গা উপজেলা স্¦াস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরের দিন সকালে ৭/৮ জনের একটি দুর্বৃত্তদল হাপাতালে ঢুকে অতর্কিতভাবে চিকিৎসাধীন ইকরাম ও হাছেন শেখকে মারপিট শুরু করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাসপাতালে চিকিৎসাধীন জনৈক রোগী আহমেদ আলী জানান দুর্বৃত্তরা যেভাবে হাসপাতালের মত জায়গায় হামলা চালিয়েছে এটা খুবই ন্যাক্কারজনক।হামলার ঘটনায় ইকরাম শেখ বাদী হয়ে আকুব আলী শেখ (৩০), কাবুল মাতুব্বর(৩৮),কামরুল মাতুব্বর (৩২)সহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ