Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ায় আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসায় তিনদিন ব্যপী বার্ষিক ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা রোববার সকালে মাদ্রাসা মাঠে শুরু হয়েছে। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাণুরাগী আজিজুল হক সেলিম মাতুব্বর।
ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন মাদ্রামার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর হেমায়েত হোসেন। এসময় বক্তব্য রাখেন অধক্ষ্য বেলায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, ম্যানেজিং কমিটির সদস্য নুরুজ্জামান তালুকদার, রুম্মান মল্লিক, স্বাধীন খান হিরা প্রমুখ।
মসজিদের টিউবওয়েল চুরি
মঠবাড়িয়ার মিরুখালী বাজারের উত্তর পাশে অবস্থিত মিরুখালী ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন স্যালো টিউবয়েলটি শনিবার রাতে চুরি হয়েছে। মসজিদের মুসল্লিদের অজুসহ এলাকার প্রায় ২ শত পরিবার পানিয় জলের জন্য ব্যবহৃত টিউবয়েলটি চুরি হওয়ায় মুসল্লি ও জনসাধারণ দুর্ভোগে পড়েছে। মসজিদের ইমাম হাফেজ মোঃ আবদুল আউয়াল জানান, রোববার সকালে অজু করতে গিয়ে দেখা যায় টিউবয়েল নাই। রাতের আঁধারে কেবা কারা খুলে নিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ