রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সীতাকুন্ড শাখার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ভাষা সৈনিক ও কলামিষ্ট মোঃ আব্দুল জলিল। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান দুলাল মিয়া। সীতাকুন্ড উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ চৌধুরী সুজনের সভাপতিত্বে ও আব্দুর রহিম বেলালের পরিচালনায় গত শনিবার সন্ধ্যায় সীতাকুন্ড পৌরসভাস্থ বাপ্পী প্লাজা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সীতাকুন্ড থানার এস.আই জাহিদ উদ্দিন জসিম, সীতাকুন্ড প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংবাদিক খাইরুল ইসলাম, ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের পরিচালক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মহিবুল ইসলাম হাসান,সাংবাদিক আবুল খায়ের ও বিশিষ্ট ব্যাসায়ী ফখরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ মুছা,অলি আহমেদ, নিশান দাস, মোঃ ইউসুফ মিন্টু, আকতার হোসেন, আহসান উদ্দিন পুলক, পলাশ ভট্টাচার্য প্রমুখ। প্রধান অতিথি ভাষা সৈনিক ও বঙ্গবন্ধুর সহচর মোঃ আব্দুল জলিল বক্তব্যে বলেন, সোনার বাংলায় সোনার মানুষ তৈরি করার জন্য ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ করে সবাইকে দেশের জন্য আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।