Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরিয়মের চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : ছয় বছরের নিষ্পাপ শিশু মরিয়ম। এই বয়সে পুতুল খেলা, স্কুলের বইপত্র নাড়াচাড়া করা, পরিবারের সদস্যদের সাথে হৈ-হুল্লোড়ে মেতে থাকার কথা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে এখন মরণব্যাধি বøাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায়। মরিয়ম বর্তমানে রাজধানীর মিরপুরে ডেল্টা হাসপাতালে ডা. লুৎফুন্নাহারের চিকিৎসাধীন। মরিয়মের চিকিৎসক প্যাথলজিকাল পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে জানিয়েছেন, মরিয়ম দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত, তার উন্নত চিকিৎসা জরুরি, তাকে সুস্থ করতে নিয়মিত কেমো থেরাপির প্রয়োজন। তার জন্য প্রায় তিন লাখ টাকা দরকার।
কুমিল্লা সদরের বাড়ি-১১২, রোড-৩ এর বাসিন্দা আবিদুর রহমানের মেয়ে মরিয়ম বেগম (৬)। মরিয়ম রাজধানীর মিরপুর তালিমুল কুরআন আদর্শ মহিলা মাদরাসার একজন মেধাবী ছাত্রী। মরিয়মের বাবা মিরপুরের একটি মসজিদে স্বল্প বেতনে চাকরি করেন। ক্যান্সারের মত ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি। এমনকি মেয়ের চিকিৎসায় জীবনের শেষ সম্বল ভিটে-মাটিটুকু বিক্রি করতে বাধ্য হয়েছেন। মেয়ের চিকিৎসা চালাতে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। বর্তমানে তিনি নিঃস্ব অবস্থায় রয়েছেন। ফলে মেয়েটির অবস্থা চরম সংকটাপন্ন। চিকিৎসার অভাবে মেয়েটিকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় মরিয়মের মা-বাবা সমাজের ধনাঢ্য, বিত্তবান ও দানশীল ব্যক্তি ও প্রবাসীদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা
আবিদুর রহমান
ডাচ বাংলা ব্যাংক লি.
তেজগাঁও শাখা
সঞ্চয়ী হিসাব নং-২২৭১০৭২০১
মোবাইল : ০১৬৩০৭৭০৫২২ (বিকাশ)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ