Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীর গুলিস্তানে ছিনতাইকারীকে লাথি মেরে ৪২ লাখ টাকা রক্ষা

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর গুলিস্তান থেকে ৪২ লাখ টাকার ব্যাগ ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যাচ্ছিল ছিনতাইকারী। এসময় ছিনতাইকারীকে লাথি দিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেন ভুক্তভোগী। এভাবে রক্ষা পায় ছিনতাই হওয়া টাকা। পরে লোকজন ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে গুলিস্তানের মুক্তমঞ্চের বিপরীত পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারী ফারুক ও তার মোটরসাইকেল আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, দুজন ব্যবসায়ী ইসলামপুর থেকে রিক্শায় চড়ে পল্টন যাচ্ছিলেন। তাদের সঙ্গে ছিল টাকার ব্যাগ। গুলিস্তানের মুক্তমঞ্চের সামনে তিনটি মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে রিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় এক ব্যবসায়ী লাথি দিলে মোটরসাইকেলে থাকা এক ছিনতাইকারী মাটিতে পড়ে যায়। তার সঙ্গে পড়ে টাকাভর্তি ব্যাগটিও। পরে লোকজন এগিয়ে এসে তাকে আটকে পুলিশে সোপর্দ করে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। ওসি আবুল হাসান জানান, ব্যাগে কী পরিমাণ টাকা ছিল তা গুনে দেখা না হলেও ব্যবসায়ীরা দাবি করেছেন এতে ৪২ লাখ টাকা রয়েছে। আমরা ছিনতাইকারীকে আটক করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ