পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাদরাসা শিক্ষা ও শিক্ষকদের নিয়ে কোন দাবি করার প্রয়োজন হয়না বলে মন্তব্য করেছেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন এমপি। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী মাদরাসা ও ইসলামী শিক্ষার প্রতি অত্যন্ত আন্তরিক।
এজন্য তার কাছে শিক্ষকদের দাবি করার প্রয়োজন নেই। অতীতে অনেক কিছু দাবি করার আগেই তিনি দিয়ে দিয়েছেন। আগামী দিনেও মাদরাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। গতকাল (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত মাদরাসা শিক্ষকদের ঐতিহাসিক মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএইচ হারুন বলেন, সত্য ন্যায় ও সঠিক ভাবে সুন্দর সমাজ গঠনে মাদরাসাগুলো ভূমিকা পালন করছে। এদেশে কওমী মাদরাসা অবহেলিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মূল্যায়ন করেছেন। এ এম এম বাহাউদ্দীনের নেতৃত্বে দেশের মাদরাসার শিক্ষকরা ঐক্যবদ্ধ আছেন। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মাদরাসার শিক্ষকদের মধ্যে বিভক্তির চেষ্টা করা হয়। মাওলানা এম এ মান্নান (রহ.) সুযোগ্য পুত্র বাহাউদ্দীনের যোগ্য নেতৃত্বের কারণে তারা সফল হতে পারেননি। মাদরাসা শিক্ষাকে দেশের সত্যিকারের মানুষ গড়ার কারিগর উল্লেখ করে তিনি বলেন, এই কাজ করে যাচ্ছেন দেশের আলেম সমাজ। মহাসম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়াত সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।