বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর জেলা সংবাদদাতাঃ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব। সরকার পরিবর্তিত পরিস্থিতিতে কৃষি ক্ষেত্রে যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নে কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী, কৃষি গবেষক ও মাঠ পর্যায়ে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। মাঠ পর্যায়ে তাদের গাফিলতি সহ্য করা হবে না। কেউ করলে তার বিরদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি গতকাল শনিবার দুপুরে রংপুর অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিমিয় সভায় এসব কথা বলেন।
কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ডঃ আবুল কালাম আজাদ, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডঃ মুহাম্মদ শাহজাহান কবির, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জমানসহ রংপুর অঞ্চলের কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা, ভুগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, উজানে নদীর একতরফা পানি প্রত্যাহারে চর জেগে ওঠা এবং কৃষিতে ক্রমবর্ধমান যে চ্যালেঞ্জ দেখা দিয়েছে তা অতিক্রম করে কৃষি উৎপাদনশীলতা বাড়াতে হবে। এজন্য কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি পানির অপচয় রোধ করে বোরো ধান উৎপাদনের লক্ষ্য অর্জনের প্রতিও গুরত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বিএনপি বার বার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে রেললাইন উৎপাটন, প্রিজাইডিং অফিসার ও রাজনৈতিক কর্মীদের হত্যাসহ সাধারণ মানুষকে হত্যা করে ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করার যে চেষ্টা করেছিলো তা সফল হয়নি। এখনও তারা নানামুখী ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।