Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাজ্বী এখলাছউদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার যাত্রামুড়া এলাকার হাজ্বী এখলাছ উদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। হাজ্বী এখলাছউদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মারুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজ্বী এখলাছউদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক গেজেটভুক্ত সমাজসেবক আলহাজ্ব লায়ন মোজাম্মেল হক ভুইয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাবিবুর রহমান ভুইয়া, হাজ্বী এখলাছউদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা শহিদুল্লাহ ভুইয়া। অন্যান্যদের মধ্যে ছিলেন হাকিম ভুইয়া, অধ্যক্ষ ফারহানা আফরোজ,মাহবুবুর রহমান রশিদ, মোঃ ওমর ফারুক, ইলিয়াস আহমেদ,নূরুল ইসলাম প্রমূখ। পরে এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এর আগে, সকালে ষষ্ঠ শ্রেনি থেকে একাদশ শ্রেনির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ