Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে বাড়িঘরে হামলা ভাঙচুর বাদীকে হত্যার হুমকি

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীরা বাদীকে হত্যা করবে বলেও হুমকি ধামকি প্রদান করেন। গত শুক্রবার রাতে এ ঘটনায় অলি উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে, গত ১৫ জানুয়ারী উপজেলার কর্নগোপ এলাকায় এ ঘটনা ঘটে। অলি উদ্দিন জানান, বেশকিছুদিন ধরে একই এলাকার মোহাম্মদ আলীর সঙ্গে তার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। অলি উদ্দিনের মা সেতারা বেগম অসুস্থ্য থাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। অলি উদ্দিনের অনুপস্থিতিতে মোহাম্মদ আলীসহ অজ্ঞাত ৪/৫ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে প্রবেশ করে বাড়িঘরে হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজন একটি টিনসেড বিল্ডিং ঘর ভেঙ্গে ফেলে ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি সাধন করেন। পরে অলি উদ্দিন বিষয়টি গনমান্য ব্যাক্তিবর্গকে জানালে বিষয়টি মোহাম্মদ আলী জানতে পারে। ঘরবাড়ি ভাঙচুরের বিষয় নিয়ে বেশিবাড়াবাড়ি করলে অলি উদ্দিনকে হত্যা করবে বলে হুমকি ধামকি প্রদান করেন মোহাম্মদ আলী। এ ঘটনায় অলি উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ