Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আজ রাঙামাটিতে সন্ত্রাসবিরোধী মহাসমাবেশ

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


রাঙামাটি জেলা সংবাদদাতা : পার্বত্য চট্টগ্রামের অব্যাহত উন্নতি ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বর্তমান সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মকান্ড যাতে নির্বিঘেœ সম্পন্ন হতে পারে এবং পার্বত্যবাসী যাতে উন্নয়নের এই সুফল ভোগ করতে পারে সেলক্ষ্যে উন্নয়ন কাজে বাঁধাদান কারী এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সাধালন জনগনকে ঐক্য বদ্ধ থাকার আহবান জানিয়েছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, যারা রাজনীতির নামে পাহাড়ে প্রতিনিয়ত সন্ত্রাস চাঁদাবাজি করছে তাদের প্রতিরোধ করতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। অবৈধ অস্ত্রের কাছে পাহাড়বাসী আর জিম্মি থাকতে চায় না। পাহাড়ে যতক্ষণ অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাস নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে সন্ত্রাস বিরোধ আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলনেরই অংশ হিসেবে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান তীব্র করার দাবিতে রবিবার পার্বত্য জেলা রাঙামাটিতে ‘সচেতন নাগরিক কমিটির ব্যানারে’ সন্ত্রাস বিরোধী মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।
সন্ত্রাস বিরোধী সমাবেশের সকল প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে শনিবার সকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, কাপ্তাই আওয়ামীলীগের সভাপতি অংশু ছাইন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দীপংকর তালুকদার আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে একটি স্থানীয় সশস্ত্র আঞ্চলিক রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। তাদের সশস্ত্র হামলায় একাধিক আওয়ামী লীগ নেতা আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এইসব অবৈধ অস্ত্রধারীদের ভয়ে উপজেলা ও ইউনিয়ন পযায়ের অনেক পাহাড়ী আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দল হতে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। তাদের অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজীর কারণে এখানকার সাধারণ জনগণ তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। তিনি বলেন, অস্ত্রধারিদের বিরুদ্ধে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান আরো তীব্র করতে এই কর্মসূচী নেয়া হয়েছে। এটি কোন দলীয় কর্মসূচী নয় উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসের ছোবল থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচী নিয়েছে। সমাবেশ অত্যন্ত শান্তিপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ