বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের আন্দরকিল্লায় গার্ডিয়ান আইপিএস নামে একটি ব্যাটারি মেরামতকারী প্রতিষ্ঠানে আগুন লেগে ৬ জন দগ্ধ হয়েছেন। ৩ জনের অবস্থা গুরুতর। এর মধ্যে একজন মারা গেছেন বলে জানা গেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে নগরীর আন্দরকিল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন মো. ইকবাল (৪০), জুয়েল দে (৩৫), অঞ্জন দাশ (৩০), বাবলু গুহ (৩০), বিজয় চৌধুরী (৩৫) ও রহিম বাদশা (২০)। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আইপিএসের দোকানে অগ্নিকান্ডের খবরে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে গেছে। চন্দনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে আগুন নেভানোর কাজ চলে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাক্ষণিক ভাবে জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।