বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর উপর দুর্বৃত্তদের নৃশংস হামলার প্রতিবাদে পৃথক পৃথকভাবে মানববন্ধন ও র্যালি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র মৈত্রী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং অনুষদ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে ভিসির উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
সকাল ১১ টায় অনুষদ ভবনের সামনে ইংরেজী বিভাগের আয়োজনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইংরেজী বিভাগের সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লুর সভাপতিত্বে এবং প্রফেসর ড. শাহাদৎ হোসাইন আজাদের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, প্রফেসর ড. মামুনুর রহমান প্রমূখ। এদিকে একই সময় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে ভিসির উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।