Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউয়াসা ব্যাটারির সেলস পার্টনার মিট অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সারা দেশ থেকে আসা বিক্রয় অংশীদারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সেলস পার্টনার মিট- ২০১৮। বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি প্রস্তুতকারক জাপানি প্রতিষ্ঠান ইউয়াসা ঢাকায় প্রথমবারের মতো এ আয়োজন করেন। গতকাল শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে টিএসআই গ্রæপ ও ইউয়াসা ব্যাটারি বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, কোম্পানির পরিচালক সৈয়দ সামিউল হক, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ইউয়াসা ব্যাটারি কোম্পানির সারাদেশের বিক্রয়কর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন। সম্মেলনে সেলস পার্টনাররা আনুষ্ঠানিকভাবে তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। সৈয়দ মাহমুদুল হক বলেন, ইউয়াসাই প্রথম ব্যাটারি কোম্পানি যারা আইডল স্টার্ট স্টপ এবং হাইব্রিড ব্যাটারি উৎপাদন করছে। এটা বিশে^র শীর্ষস্থানীয় ব্যাটারি উৎপাদনকারীই নয়, ইউয়াসা একটি শীর্ষস্থানীয় রিসার্চ এবং ডেভলপমেন্ট কোম্পানি যারা টয়েটোর মতো গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। টয়েটো জ¦ালানী সাশ্রয়ী, পরিবেশ বান্ধব গাড়ি উৎপাদন করায় আমরাও পুরনো ব্যাটারির বদলে আধুনিক আইএস (আইডল স্টার্ট স্টপ) এবং হাইব্রিড ব্যাটারি উৎপাদন শুরু করেছি। কোম্পানিটির পরিচালক সৈয়দ সামিউল হক বলেন, ইউয়াসা বিশ্বের এক নম্বর মোটরসাইকেল ব্যাটারি এবং দ্বিতীয় বৃহত্তম গাড়ির ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। জিএস ইউয়াসা ব্যাটারি কোম্পানি এবং জাপান সোলারটেক (বাংলাদেশ) লিমিটেড একসঙ্গে বাংলাদেশে ইউয়াসা ব্যাটারি তৈরি করছে। আমাদের লক্ষ্য আগামী ২০১৮ সালের মধ্যে আইডল স্টপ ও হাইব্রিড ব্যাটারি এবং আইপিএস ব্যাটারি বাজারে আনবো। ২০১৯ সালের মধ্যে আরো ১০টি সার্ভিস সেন্টার চালু করা হবে। এর মধ্যে আগামী মাসেই চট্রগ্রামে একটি সার্ভিস সেন্টার চালু করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ