Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৫৪ শতাংশ খাবারেই ভেজাল

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের ৪৯ থেকে ৫৪ শতাংশ খাবারই অনিরাপদ (ভেজাল)। এমনটাই জানিয়েছে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সোসাইটি ফর ফুড-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিউল ইসলাম জানান, মাত্র ১০ বছরের ব্যাবধানে বাংলাদেশে ডায়াবেটিস রোগির সংখ্যা বেড়েছে প্রায় দিগুন। অন্যদিকে রোগির সংখ্যা ৯০ লাখেরও বেশি। এর মধ্যে শুধু ডায়াবেটিস নয় অস্বাস্থকর খাবার খাওয়ার কারণে বেড়েই চলেছে বিভিন্ন রোগ ও রুগীর সংখ্যা। তিনি বলেন, ভেজাল খাবারের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় শিশুরা। দিনদিন শিশুদের বিভিন্ন রোগের প্রবণতা বাড়ছে। তাই সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের নিরলস কাজ করতে হবে। তিনি জানান, পানিসহ সকল খাবার নিরাপদা রাখার জন্য আমরা ঢাকা ওয়াসা ও সরকারী কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। আশা করছি সকলের সহযোগিতা নিয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুড সোসাইটির চেয়ারমেন মোহাম্মদ হাফিজুল হক, কৃষি বিশেষজ্ঞ জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএআরএস বিভাগের অধ্যক্ষ ড. লতিফুল বারীসহ অনেকে। অনুষ্ঠানে মন্ত্রী নারায়ণ চন্দ্র বলেন, আমাদের দেশ চাল, মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদনে এখন শীর্ষে। কিন্তু সেই খাবারগুলো স্বাস্থের জন্য কতটুকু নিরাপদ তা নিয়ে সন্দেহ রয়েছে। বাংলাদেশ সোসাইটি ফর ফুডকে আমি শুভেচ্ছা জানাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ