Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিরার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত আয়কর ফাঁকি দেবার অভিযোগে স্পেনের প্রশাসন গায়িকা শাকিরার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
শাকিরা তার সঙ্গী জেরার পিকে এবং তাদের দুই সন্তানকে নিয়ে ২০১৫ সালে বাহামা থেকে এসে বার্সেলোনায় বসবাস শুরু করেন। কিন্তু প্রশাসনের বিশ্বাস তার অনেক আগে থেকেই তিনি এখানে এসে থাকছিলেন। গায়িকার কৌঁসূলি হোসে মিগেল কোম্পানি জানিয়েছে তার বিরুদ্ধে কোনও মামলা হবে কিনা তা মধ্য জুনে সিদ্ধান্ত নেয়া হবে।
শাকিরা গত ডিসেম্বরে তার ‘এল ডোরাল্ডো ওয়ার্ল্ড ট্যুর’ জুন পর্যন্ত স্থগিত করেন।
“আমার ভক্ত আর বন্ধুদের উদ্দেশ্যে, গত কয়েক সপ্তাহ আমার পাশে থাকার জন্য আমি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালবাসা জানাবার জন্য আরেকটি চিঠি লিখতে চেয়েছিলাম,” তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “আপনারা বুঝিয়েছেন আমার কণ্ঠ শুধু আমার নয় আপনাদেরও, আর এর একটি লক্ষ্য আছে। এমনও সময় গেছে যখন আমার পরিবারে পাশাপাশি শুধু আপনাদের বার্তা আর আশীর্বাদই আমার মনের শক্তিকে বাঁচিয়ে রেখেছে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ