Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিএমভি’র ব্যানারে প্রকাশিত ইমরানের গনের কোটি ভিউ

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: গত বছর ১৫ মে ‘মন খারাপের দেশে’ গানটি অনলাইনে প্রকাশিত হয়। গানটি গেয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই মিউজিক ভিডিওটি চলতি মাসে অতিক্রম করেছে এক কোটি ভিউ-এর মাইলফলক। ইমরান জানান, ২০১৭ সালে বাংলাদেশে প্রকাশিত সকল মিউজিক ভিডিওর মধ্যে এটাই প্রথম কোনও গান যা এক কোটির ঘর অতিক্রম করলো। তিনি বলেন, ‘এটা খুবই আনন্দের খবর। বছরের শুরুতেই এমন একটি মাইলফলক ছুঁতে পেরে আমি আনন্দিত। এর কৃতিত্ব মোটেই আমার একার নয় বরং সংশ্লিষ্ট সবার। কৃতজ্ঞতা জানাই এর প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র প্রতি। আর দর্শক-শ্রোতাদের প্রতি ভালোবাসা। আমি মনে করি, গত বছর প্রকাশিত অসংখ্য গানের ভিড়ে এই গানটি যে সবচেয়ে সফল-সেটাই প্রমাণ হলো ইউটিউবের এই কোটি ভিউর মাধ্যমে।’ গানটির সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু আর লিখেছেন শরীফ আল-দীন। ইমরান ও রোতসীকে মডেল করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। মাত্র ৮ মাসে ভিডিওটির ভিউ কোটির ঘর পেরুনো প্রসঙ্গে এর প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ বলেন, ‘এটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। ভাবতে ভালো লাগছে, গত বছর প্রকাশিত অসংখ্য ভালো ও আলোচিত গানের ভিড়ে আমাদের এই গানটি এখন সবচেয়ে এগিয়ে আছে ইউটিউবে। শুদ্ধ বাংলা গান বিকাশের লক্ষ্যে এটা আমাদের চলার পথে উৎসাহ হয়ে থাকলো। গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা সকল শ্রোতা-দর্শকদের প্রতি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ