Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজান জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

এম বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) থেকেঃ বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন রাউজান উপজেলার সভাপতি ও কদলপুর হামিদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা হাফেজ আবু জাফর ছিদ্দীকি চট্টগ্রাম জেলা ও রাউজান উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন। গত বুধবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষের সনদ ও ক্রেষ্ট তুলেদেন চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার হোসনে আরা বেগম ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক। উল্লেখ্য ১৯৭০ ইং ১লা মার্চ জন্ম গ্রহণ করা রাউজান পৌর এলাকার ৮নং ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের মরহুম হাজী শরাফত আলী ও ফাতেমা বেগমের ছেলে আল্লামা হাফেজ আবু জাফর ছিদ্দীকি দীর্ঘ ৭ বছর ধরে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। অত্যান্ত ন¤্র ভদ্র ও সৎ এ আলেমেদ্বীন জমিয়তের কাজ আঞ্জাম দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন জমিয়ত প্রতিষ্ঠার পর থেকে। রাউজানের প্রাচীণতম কদলপুর হামিদিয়া ফাজিল মাদ্রাসায় ২০০১ সাল হতে ২০০৩ সাল পর্যন্ত ভাইস প্রিন্সিপাল পরবর্তী ২০০৩ সাল হতে অধ্যবদি প্রায় ১৫ বছর প্রিন্সিপালের দায়িত্বে পালন করে আসা হাফেজ জাফর ১৯৮০ সালে কোরআনে হাফেজ হন। ১৯৮৫ সালে দাখিল,১৯৮৭ সালে আলিম,১৯৮৯ সালে ফাজিল,১৯৯১ সালে কামিল (তাফসির) ১৯৯৬ সালে কামিল (হাদীস) সনদ অর্জন করেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস বিভাগ হতে বিএ অনার্স এমএর সনদ অর্জন করে। তিনি ৩ কণ্যা সন্তানের জনক। তার এ সাফল্যতে জমিয়তুল মোদার্রেছীন রাউজান উপজেলার নেতৃবৃন্দ ও রাউজানের সমস্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা অভিনন্দন জানিয়েছেন তাকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ