রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঘন কুয়াশা ও ঠান্ডাজনিত কারনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পানচাষীরা পানের গোড়াপচা রোগ, পানপাতায় কালো কালো দাগ হয়ে ঝড়ে পড়া নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। কোন কীটনাশক প্রয়োগ করেও ঠেকানো যাচ্ছে না পানের এই মহামারী রোগ। উপজেলার প্রত্যেকটি পানের বরজে এই রোগ দেখা দেওয়ায় অনেকে পানের বরজ ভেঙ্গে অন্য ফসল চাষাবাদ করছেন। এতে বিশাল অংকের আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে পানচাষীরা। পাঁচবিবি উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলা এবার ২৯ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। উপজেলার সালুয়া গ্রামের পানচাষী রবিন্দ্র চন্দ্র বলেন, প্রতিবিঘা পানের বরজ প্রস্তুত করতে ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হয়। বর্তমান বাজারে প্রতি পোয়া পান (১৬ বিরা) ২ হাজার ৫শ টাকা থেকে ৩ হাজার টাকা বিক্রি হচ্ছে। রোগ বালাই দেখা না দিলে এবার প্রায় দেড় লক্ষ টাকা বিক্রি করতেন বলে জানান। একই গ্রামের প্রবীন পানচাষী কৃষ্টপদ (হাগরু) বলেন, ৩০ বছর থেকে পান চাষ করছি এমন ক্ষতির সস্মুখিন হয়নি। চলতি মৌসুমে পর পর দু দফা বন্যা আর ঘন কুয়াশা ও ঠান্ডার কারনে পানের বরজের অবস্থা খারাপ হয়েছে। বরজে আশানুরুপ পান ভাঙ্গতে না পারায় তিনি ৫০ শতক জমির পানের পানের বরজ ভেঙ্গে ফেলেছেন। একই কথা বলেন সালুয়া গ্রামের, সুশিল চন্দ্র নিতাই চন্দ্র, আঃ সামাদ, পুনিল চন্দ্র, মিঠু ও মন্টু চন্দ্র। তারা প্রত্যেকেই পানের বরজ ভেঙ্গে ফেলেছেন জানান। ধরঞ্জী গ্রামের পানচাষী আতাউর রহমান বলেন, পানের পাতায় কালো কালো দাগ ও পঁচন থাকায় বাজারে পান নিচ্ছে না পাইকাররা।
এবিষয়ে পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহাবুবার রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, প্রচন্ড ঠান্ডা বাতাস ও শীত জনিত কারনে পানের এই অবস্থা। পানের বরজের বেড়া গুলো ভালভাবে বেধে দিতে হবে যাতে বাতাস প্রবেশ করতে না পারে। পাশাপাশি ডাইকেল-৫০ নামক ঔষধ স্প্রে করলে পানের এ অবস্থা কেটে উঠতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।