Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে শিক্ষার্থীদের সার্টিফিকেট ক্রেস্ট ও সম্মানি প্রদান

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

টাঙ্গাইলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট, ক্রেস্ট, সম্মানী বিতরণ ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় অনুষ্ঠান করা হয়েছে। গতকাল শনিবার সকালে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের একটি অরাজনৈতিক সংগঠন টাঙ্গাইল টিচার্স ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ১ম শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত ২শ’ ৯৭ জন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের এডভোকেট ও অটবি লিমিটেডের কোম্পানী সচিব মো. শামীম মিয়া। টাঙ্গাইল টিচার্স ফাউন্ডেশনের সভাপতি মো. শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে প্রধান আলোচক বক্তব্য রাখেন টাঙ্গাইল টিচার্স ফাউন্ডেশনের উপদেষ্ট ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা এম এ হান্নান, সদর উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুনুর রশীদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ