রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার “ভিক্ষুক পূর্নবাসনের লক্ষ্যে” ময়মনসিংহের নান্দাইল উপজেলার সকল বিভাগের কর্মকর্তা/কর্মচারীগনের এক দিনের বেতন দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে একাট হুইল চেয়ার ও একটি ওজনমাপার যন্ত্র বিতরন করা হয়। গতকাল শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিতরন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, খারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুল হাসনাত ভূইয়া মিন্টু সহ উপজেলা পরিষদের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার ১২ জন ভিক্ষুকের মাঝে হুইল চেয়ার ও ওজনমাপার যন্ত্র বিতরন করা হয়েছে। এরা হলেন বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রমের ভিক্ষুক রুহুল আমিন, আব্দুল মোতালেব, হযরত আলী, মকবুল হোসেন, ইছমত আলী, আপুসী বেগম, চরভেলামারী গ্রামের সাদেক মিয়া, খারুয়া ইউনিয়নের বিরাশী গ্রামের মালেক মল্লিক, বনগ্রাম গ্রামের হান্নান মিয়া, মহেশকুড়া গ্রামের আব্দুস ছাত্তার, নাগপুর গ্রামের কামাল উদ্দিন, মোয়াজ্জেমপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের আব্দুল মান্নান। বিতরন অনুষ্ঠানে বলা হয় এখন থেকে আর ভিক্ষা করা যাবেনা। বিভিন্ন হাট বাজারে বসে ওজনমাপার যন্ত্র দিয়ে সাধারন মানুষের ওজন মেপে রোজগার করে সংসার চালানোর পরামর্শ দেয়া হয়। ভিক্ষুকরা এগুলো পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সকল কর্মকর্তা/কর্মচারীদের জন্য দোয়া করবেন বলে অনুভূতি ব্যক্ত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।