Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নড়াইলে অস্ত্র ও গুলিসহ আটক ২

নড়াইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নড়াইলের কালিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দু’জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলবাউচ এলাকা থেকে রওশন শেখকে (২২) ও আল আমিনকে (২০) আটক করা হয়। রওশন বিলবাউচ গ্রামের মাহাতাব শেখের ছেলে এবং আল আমিন পাঁচকাহুনিয়া গ্রামের জালাল মল্লিকের ছেলে। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, চারটি রামদা, ছয় টুকরা কালো কাপড় ও লোহার রড উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, বিলবাউচ এলাকায় ১০-১২ জন ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতদল পালানোর চেষ্টা করে। এ সময় রওশন শেখকে ধরে ফেলে পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক পরে আল আমিনকে আটক করা হয়। এ ঘটনায় কালিয়া থানায় ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫-৭ জনকে আসামি করে একটি ডাকাতি এবং অপরটি অস্ত্র আইনে মামলা হয়েছে (মামলা নং-১৯ ও ২০, তাং-২৭/০১/১৮)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ