রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নড়াইলের কালিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দু’জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলবাউচ এলাকা থেকে রওশন শেখকে (২২) ও আল আমিনকে (২০) আটক করা হয়। রওশন বিলবাউচ গ্রামের মাহাতাব শেখের ছেলে এবং আল আমিন পাঁচকাহুনিয়া গ্রামের জালাল মল্লিকের ছেলে। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, চারটি রামদা, ছয় টুকরা কালো কাপড় ও লোহার রড উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বিলবাউচ এলাকায় ১০-১২ জন ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতদল পালানোর চেষ্টা করে। এ সময় রওশন শেখকে ধরে ফেলে পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক পরে আল আমিনকে আটক করা হয়। এ ঘটনায় কালিয়া থানায় ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫-৭ জনকে আসামি করে একটি ডাকাতি এবং অপরটি অস্ত্র আইনে মামলা হয়েছে (মামলা নং-১৯ ও ২০, তাং-২৭/০১/১৮)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।