বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬ জন জয়লাভ করেছেন। সমিতির ১৫ পদের মধ্যে বাকি ৯ পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে প্রার্থীরা জয়লাভ করে। গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২শ’ ৬৪জন ভোটারের মধ্যে ২৫৭জন ভোটাধিকার প্রয়োগ করে। সমিতির নবনির্বাচিত সভাপতি হচ্ছেন অ্যাড. আব্দুল লতিফ শেখ ও সাধারণ সম্পাদক হচ্ছেন অ্যাড. মো. আব্দুল্লাহ আল মামুন।সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয় লাভ করেন। অ্যাড. মো. আঃ লতিফ শেখ পেয়েছেন ১২৮ ভোট আর বিজিত প্রার্থী অ্যাড. কামাল উদ্দিন আহমেদ পেয়েছেন ১২৭ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে বিজয়ী অ্যাড. মো. আবদুল্লাহ আল মামুন পেয়েছেন ১৫৬ ভোট আর প্রতিদ্ব›দ্বী প্রার্থী অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন পেয়েছেন ৯২ ভোট। অন্যান্য বিজয়ী হচ্ছেনঃ সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. আবদুল্লাহীল বাকী, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মো. মোরশেদ আলম তালুকদার বাবুল, যুগ্ম সম্পাদক পদে অ্যাড. মনির হোসেন, সম্পাদক ফরমস পদে অ্যাড. মো. নুরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাড. আবু সাঈদ,সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাড. মেরাজ আহমেদ সিদ্দিকী মাসুম, জেনারেল অডিটর পদে অ্যাড. মো. আলম খান মঞ্জু, রানিং অডিটর পদে অ্যাড. আবদুল মান্নান মিয়াজী, চেয়ারম্যান রেজিষ্ট্রারিং অথরিটি পদে অ্যাড. মোহাম্মদ কাইউম মোল্লা, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।