Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারিধারা স্কলার্স ইনস্টিটিউশনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী গতকাল শুক্রবার ঢাকা সেনানিবাসস্থ স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান সামরিক সচিব, বাংলাদেশ সেনাবাহিনী, প্রধান অতিথি এবং তাঁর সহধর্মিনী মিসেস সারাহ্নাজ কমলিকা জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ, ক্রীড়া নৈপুণ্য উপভোগ এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী, কমান্ডার ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড। প্রতিযোগিতায় ১০০ পয়েন্ট পেয়ে কায়কোবাদ হাউজ চ্যাম্পিয়ন এবং ৭৬ পয়েন্ট পেয়ে ডঃ ইব্রহীম হাউজ রানার আপ হয়েছে । অন্যদিকে আইএসপিআরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ বারিধারা স্কলার্স ইনস্টিটিউশন (বিএসআই) - এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান - ২০১৮ প্রতিষ্ঠানের নিজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারিধারা স্কলার্স ইনস্টিটিউশনের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এরিয়া কমান্ডার, হেডকোয়ার্টার লজিস্টিক্স এরিয়া, ঢাকা সেনানিবাস এবং বিশেষ অতিথি হিসেবে তাঁর সহধর্মিণী মিসেস ফারজানা হাসান উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানকে অলংকৃত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ