Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসূলের (সা.) প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন ঈমানের দাবি -সূফি মিজানুর রহমান

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের উদ্যোগে তাসাউফ প্রশিক্ষণমূলক ও বিষয়ভিত্তিক শানে মুস্তফা (সা.) মাহফিল, ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম এবং খতিবে বাঙাল প্রিন্সিপাল আল্লামা জালালুদ্দিন আলকাদেরীর (রহ.) স্মরণসভা গত বৃহস্পতিবার রাতে জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয়। শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফি মোহাম্মদ মিজানুর রহমান মাহফিলে সভাপতিত্ব করেন। তিনি বলেন, প্রিয় রাসূলের (সা.) প্রতি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন ঈমানের দাবি। আল্লাহ পাক স্বয়ং প্রিয় নবীর (সা.) শান মর্যাদা বুলন্দ করেছেন। শাহাদাতে কারবালা মাহফিল প্রবর্তনের মধ্যদিয়ে প্রিন্সিপাল আল্লামা জালালুদ্দীন আলকাদেরী (রহ.) মহান দ্বীনি সংস্কারকের দায়িত্বই পালন করেন। দ্বীন ইসলামের নির্যাস সুন্নিয়তের সংস্কৃতির প্রচার-প্রসারে তিনি দিশারীর ভ‚মিকা রাখেন।
মাহফিলে বক্তব্য রাখেন প্রিন্সিপাল আল্লামা খায়রুল বশর হক্কানী, প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, সৈয়দ আবদুশ শাকুর নকশবন্দি, আবুল হায়াত মুহাম্মদ তারেক, জমিয়তুল ফালাহর খতিব সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, জমিয়তুল ফালাহর প্রকল্প পরিচালক তৌহিদুল আনোয়ার, ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মুহাম্মদ সেলিম উদ্দিন, অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. আল্লামা জাফর উল্লাহ, মুহাম্মদ বদিউল আলম, ব্যারিস্টার আবু সাঈদ মুহাম্মদ কাশেম, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, অধ্যাপক হাফেজ মাওলানা নূর হোসাইন, হাফেজ মাওলানা মুহাম্মদ আহমুদুল হক, হাফেজ মাওলানা মুহাম্মদ জালালুদ্দিন। অধ্যাপক কামাল উদ্দিন আহমদের সঞ্চালনায় মাহফিলে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি-কল্যাণ এবং বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ কামনায় মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ