Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কথায় বোঝা যায় তারা কি চিন্তা করছে : মির্জা ফখরুল

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কথা থেকেই বোঝা যাচ্ছে তারা কি চিন্তা করছে। রায় ঘোষণার আগেই স্বরাষ্ট্র মন্ত্রীর হুশিয়ারিমূলক আগাম বক্তব্য সঙ্গত নয়। আমরা এখনো রায়টা পাইনি। আইনগতভাবে নীতিগতভাবে রায় ঘোষণা হওয়ার আগে পর্যন্ত আমরা রায় নিয়ে প্রতিক্রিয়া, সেইভাবে বলতে পারব না। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী এটি নিয়ে আজকে (গতকাল) কথা বলেছেন। তিনি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন যা দিয়ে তিনি গোটা আইনশৃঙ্খলা পরিবেশকে কী বার্তা দিতে চান। এ থেকে এটা পরিস্কার বুঝা যায় যে, তারা কী চিন্তা করছেন?
গতকাল (শুক্রবার) বিকালে বিএনপি মহাসচিব রাজধানীর টিকাটুলীর কে এম দাশ লেনের ‘বিরতি ভিলা’ বাসায় গিয়ে মরহুম ঔপন্যাসিক শওকত আলীর পরিবারের সাথে সাক্ষাৎ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
খালেদা জিয়ার মামলার রায় দ্রæততার সাথে করানো হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, নজিরবিহীন তাড়াহুড়ার মধ্যে দ্রæততার সাথে এই মামলা শেষ করার চেষ্টা হচ্ছে। দেশনেত্রীর আইনজীবীরা পরিস্কার করে বলেছেন যে, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। কারণ তারা (ক্ষমতাসীন) কর্ণপাত করছেন না। তারা ডিটারমিনড যে, তারা আগামী নির্বাচন করতে চান বিএনপিকে বাদ দিয়ে এবং সেজন্যই তাড়াহুড়া করে বিচার কাজ শেষ করা এবং এ সমস্ত কমেন্ট করা। আমরা এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করিনি। তাহলে কোথায় যাবেন? তিনি অভিযোগ করে বলেন, অনেকদিন আগে থেকেই সরকারের লোকজন এই মামলা নিয়ে আগাম বক্তব্য দেয়া শুরু করেছেন। প্রধানমন্ত্রী বহু আগেই রায় দিয়ে দিয়েছেন। নিশ্চয় মনে আছে অনেক আগেই তিনি বলে দিয়েছিলেন এতিমের টাকার ব্যাপারে। অন্যান্য মন্ত্রীরা বলছেন। তারা প্রতিটি দিন, প্রতিটি মুহুর্ত, প্রতিটি ক্ষণ তারা হুমকি দিয়েছেন, তারা শক্তি প্রয়োগ করেছেন, বলপ্রয়োগ করেছেন। কয়েকদিন আগে এরশাদ সাহেব রংপুরে বলেছেন, আর মাত্র কয়েকদিন তারপর যেতে হবে জেলে। তার দলের একজন প্রতিমন্ত্রীও একই কথা বলেছেন। এধরণের কথা দিয়ে এটা প্রমাণিত হয়, আগামী বলে দেয়া। রায় নিয়ে ক্ষমতাসীনদের এই ধরণে কথা দিয়ে এটাই প্রমাণিত হয়, আগাম বলে দেয়া- তারা পূর্ব নির্ধারিত, পরিকল্পিত। দ্য আর প্রিপিয়ার্ড ফর এভরি থিং।
বিএনপি মহাসচিব রাজধানীর টিকাটুলীর কে এম দাশ লেনের ‘বিরতি ভিলা’ বাসায় গিয়ে মরহুম ঔপন্যাসিক শওকত আলীর পরিবারের সাথে সাক্ষাৎ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তার বড় ছেলে আসিফ শওকত কল্লোল, তার স্ত্রী ফারজানা আফরোজ পারুলসহ আত্বীয় স্বজনের সাথে কথা বলেন। তাদের খোঁজ-খবর নেন। মির্জা ফখরুল যে কক্ষে শওকত আলী থাকতে সেখানে গিয়ে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি সন্মান জানান। তিনি বলেন, কথা সাহিত্যিক প্রফেসর শওকত আলী আমার শিক্ষকই ছিলেন বলা যায়। আমি যখন স্কুলের ছাত্র তখন তিনি আমার জন্মভুমি ঠাকুরগাঁও কলেজে অধ্যাপনা করতেন। তিনি আমার পড়া জগতকে পাল্টিয়ে দিয়েছিলেন সেই শৈশবে। ভালো সাহিত্য পড়তে এবং সৃজনশীল লেখা পড়তে, পৃথিবী ও মানুষকে জানবার জন্যে যে সাহিত্য, সেই সাহিত্যপাঠে আমাকে মনোযোগী করেছেন। তিনি আজীবন দেশের মানুষের কাছে বেঁচে থাকবেন তার সাহিত্যের মধ্য দিয়ে, তার লেখার মধ্য দিয়ে। কিন্তু আমর অত্যন্ত দুর্ভাগ্য তার জানাজার সময়ে আমি উপস্থিত হতে পারিনি। আমি পরম করুনাময় আল্লাহ কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি। এ সময়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • alim ২৭ জানুয়ারি, ২০১৮, ১০:৫৩ এএম says : 2
    “ ভয় দেখাচ্ছে সাহস যাচাই করতে, সেই সংগে দেশবাসীর প্রতিক্রিয়া যাচাই করা ৷”
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ