Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ মাদরাসা শিক্ষকদের ঐতিহাসিক মহাসম্মেলন

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদরাসা শিক্ষকদের ঐতিহাসিক মহাসম্মেলন আজ। ইতিহাসের সর্ববৃহৎ এই সম্মেলনে অংশ নিবেন সারাদেশ থেকে আসা লাখ লাখ আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও মাদরাসা শিক্ষক। দেশের ইতিহাসে আলেম-ওলামার অংশগ্রহণে এটাই হবে সর্ববৃহৎ সমাবেশ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকাল ১০টায় সম্মেলন উদ্বোধক হিসেবে উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা আলহাজ সালমান এফ রহমান, মাদরাসা ও কারিগরি বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি. এইচ হারুন এমপি, মাদরাসা ও কারিগরি বিভাগের সচিব মো: আলমগীরসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন মাদরাসা শিক্ষকদের একক ও সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন। সঞ্চালনা করবেন মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। জমিয়াত সূত্রে জানা যায়, ইতোমধ্যেই সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কয়েক লাখ আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও মাদরাসা শিক্ষক রাজধানীতে এসে পৌঁছে গেছেন। ঢাকার আশপাশের জেলাগুলো থেকে সমাবেশের উদ্দেশে ভোরে রওয়ানা দেন প্রতিনিধিরা। এর আগে গতকাল (শুক্রবার) দুপুরের পর থেকেই রাজধানী থেকে দূরের জেলাগুলো থেকে বাসে করে আলেম-ওলামা ও শিক্ষকরা ঢাকার উদ্দেশে রওয়ানা হন। শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সম্মেলন করেছে জমিয়াতুল মোদার্রেছীন। এরই ধারাবাহিকতায় আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মাদরাসা শিক্ষক-কর্মচারীদের প্রতিনিধিত্বকারী একমাত্র অরাজনৈতিক সংগঠন জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন বলেন, জমিয়াতুল মোদার্রেছীন একটি অরাজনৈতিক সংগঠন। শনিবারের (আজ) সোহরাওয়ার্দী উদ্যানের আয়োজিত মহাসম্মেলন হবে ইতিহাসের সর্ববৃহৎ শিক্ষক সম্মেলন। কারণ এতো লাখ লাখ আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও মাদরাসা শিক্ষক এর আগে কখনই একসাথে সমাবেত হয়নি।
অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী বলেন, সম্মেলন থেকে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রীর নেক দৃষ্টি আকর্ষণ করা হবে। সাথে সাথে মাদরাসা শিক্ষা, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য তিনি যে সকল মহৎ ও ঐতিহাসিক অবদান রেখেছেন সেজন্য তাকে অভিনন্দন ও মোবারকবাদ জানানো হবে।



 

Show all comments
  • মো. মহিউদ্দিন ২৭ জানুয়ারি, ২০১৮, ৩:৩৭ এএম says : 0
    মহাসম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি
    Total Reply(0) Reply
  • Md.syful islam ২৭ জানুয়ারি, ২০১৮, ৮:৫০ এএম says : 0
    ঐতিহাসিক মহা সন্মেলনের সাফলতা কমনা করি।
    Total Reply(0) Reply
  • মো.মহি উদ্দিন রাশেদ ২৭ জানুয়ারি, ২০১৮, ৯:২৭ এএম says : 0
    সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি।
    Total Reply(0) Reply
  • মোঃ আব্দুল গাফফার ২৭ জানুয়ারি, ২০১৮, ১০:৪৪ এএম says : 0
    মাদ্রাসা শিক্ষার দিকে নেক নজর দিলে আল্লাহ তায়ালাও তার দিকে নেক নজর দিবেন আশা করি। বিশেষতঃ একজন কোমলমতি ছা্ত্র মাদ্রাসায় শিক্ষাগ্রহণ করতে গিয়ে যেন প্রকৃত দীনদার হয়ে গড়ে উঠে বাস্তব জীবনে যেন নৈতিকতার পরাকাষ্ঠা প্রদর্শন করতে পারে সেরকম শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। সেটা না করে অর্থাৎ মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র বজায় না রেখে মাদ্রাসা শিক্ষার কোন মূল্য নেই। আমি আবারও বলি মাদ্রাসা শিক্ষা একটি যুগোপযোগী শিক্ষা, কারণ পবিত্র কোরআন মাজিদ সব যুগেই মানুষকে ভালর দিকে গাইড করতে সর্বাপেক্ষা সক্ষম। আমি মনে করি আল্লাহ পাক মাদ্রাসা শিক্ষাকে বর্তমান প্রধানমন্ত্রীর মাধ্যমে যাবতীয় জঞ্জালমুক্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহপাক মাননীয় প্রধানমন্ত্রীকে সে তৌফিক দান করুন। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাসম্মেলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ