Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

পঞ্চগড়ে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


তেঁতুলিয়া(পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। প্রতিবারের ন্যায় এবারও জাতীয় পর্যায়ে শিশু কিশোর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসাবে পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে জাতীয় শিশু ও কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। গতকাল বৃহস্পতিবার দিনব্যপী ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পঞ্চগড় নূরুন আলা নূর কামিল মাদরাসায় ১৭টি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড়ের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফা ।পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপ-পরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এ সময় মাদরাসার অধ্যক্ষ ডঃ মাওঃা মোঃ আব্দুর রহমান, কেন্দ্রীয় মসজিদের খতিব মাওঃ মোঃ আহমদ উল্লাহ মাসউদ, ইসলামিক ফাউন্ডেশনের সহকারি পরিচালক রাজিউর রহমান, ফিল্ড অফিসার মোর্কারম হোসেনসহ ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ, মসজিদভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের মডেল কেয়ারটেকার,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় জেলার পাঁচ উপজেলা হতে প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা পর্যায়ে চুড়ান্ত ভাবে প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে ফাউন্ডেশন কর্তৃক সনদপত্রসহ পুরস্কার তুলে দেওয়া হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ