Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


পাবনা জেলা সংবাদদাতা : পাবনা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন/১৮ গত বৃহষ্পতিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত ২টি প্যানেল এবং আ’লীগ থেকে আলদাভাবে অপর একটি প্যানেল নির্বাচনে অংশ নেয়। আ’লীগ সমর্থিত প্যানেল বেলায়েত আলী বিল্লু-আহসান এবং বিএনপি সমর্থিত প্যানেলের মহিউদ্দিন-শাহীন এবং শওকত আলী ছিকাত-কাজী আলম নির্বাচনে অংশ নেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। এ দিনগত রাত ১০টার পর ফলাফল ঘোষণা করা হয়। মোট ১৩টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে এ্যাডভোকেট মহিউদ্দিনসহ ৩টি এবং আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের সেক্রেটারী পদে এ্যাডভোকেট আহসান হাবিবসহ ৯টি পদে বিজয়ী হয়। অডিটর পদে সমান সংখ্যক ভোট হওয়ায় এই পদটি টাই হওয়ায় কোন ফলাফল ঘোষিত হয়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ