বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএর। খুলে দেয়া হয়েছে বন্ধ মুরাদপুর ফ্লাইওভারের একপাশ। গতকাল (শুক্রবার) একপাশ খুলে দেয়ার পর স্বাভাবিক যানবাহন চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনার ঝুঁকিমুক্ত হয়েছে ৬৮০ কোটি টাকার পাঁচ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি। র্যাম্প ও লুপ নির্মাণ কাজের অজুহাতে ফ্লাইওভারের একপাশ বন্ধ করে দেয় সিডিএ। ফলে একপাশে চরম ঝুঁকি নিয়ে মুখোমুখি যানবাহন চলছিল। গত বৃহস্পতিবার ফ্লাইওভারে উল্টোপথে আসা একটি প্রাইভেট কারের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। আর তাতে প্রাণ হারান এক কার আরোহী আহত হন আরও একজন।
একপাশ বন্ধ রেখে ফ্লাইওভারটিকে ঝুঁকিপূর্ণ করে তোলার বিষয়ে ইনকিলাবে আগেও প্রতিবেদন প্রকাশিত হয়। দুর্ঘটনায় প্রাণহানির পর গতকাল দৈনিক ইনকিলাবে আরও একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গতকালই সিডিএ ফ্লাইওভারের বন্ধ অংশ খুলে দেয়। গতকাল ফ্লাইওভার ঘুরে দেখা যায়, শুধুমাত্র যে অংশে লুপ ও র্যাম্প নির্মাণের কাজ হচ্ছে সেখানে একপাশ বন্ধ রাখা হয়েছে। আর পুরো ফ্লাইওভারটিতে দুইদিকেই চলছে যানবাহন। ফ্লাইওভারের বন্ধ অংশ খুলে দেয়ায় খুশি যানবাহন চালকরা। তারা বলছেন, একপাশ বন্ধ থাকায় চরম ঝুঁকি নিয়ে চলতে হয়েছে। উল্লেখ্য, স্বঘোষিত কর্মবীর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের অতিউৎসাহে কোন প্রকার প্রাক-সমিক্ষা বা বিশেষজ্ঞ মতামত ছাড়াই ফ্লাইওভারটি নির্মাণ করা হয়। আবার উঠা-নামার পথ বা র্যাম্প ও লুপ নির্মাণ ছাড়াই ফ্লাইওভারটি যানবাহন চলাচলের জন্য খুলেও দেওয়া হয়। র্যাম্প লুপ নির্মাণ করতে এই ফ্লাইওভারের একপাশ পুরোপুরি বন্ধ রেখে চরম ঝুঁকিপূর্ণ করে তোলা হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।