Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা ঃ বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টম্স দিবস পালন করেছে স্থণবন্দর কর্তৃপক্ষ। অর্থনৈতিক উন্নয়নের লক্ষে নিরাপদ বানিজ্য পরিবেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের এর বাস্তবায়নে পালন করা হয়। আন্তর্জাতিক কাস্টম্স দিবস উপলক্ষে বাংলাবান্ধা ইউমগ্রেশন অফিস হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে বাংলাবান্ধা জিরো পয়েন্ট হয়ে আবার ইমিগ্রেশন অফিসে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে কাস্টম্স সুপার মোঃ জাকির হোসেন তার বক্তব্যে বলেন তথ্য উপাত্ত আদান প্রদান-সকল সমস্যার সু-সমাধান ও উন্নয়নের অক্সিজেন রাজস্ব জনকল্যানে রাজস্ব এবং নিতে কার্যকর সিদ্ধান্ত চাই সঠিক তথ্য উপাত্ত উল্লেখ করে এ বন্দরের উন্নয়নে সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন কাস্টম্স সুপার মোঃ বজলুর রশিদ, সহকারী রাজস্ব কর্মকর্তা মনির আহমেদ, মোঃ শাহ আলম, মোঃ শাহজাহান আলী, মোঃ আশরাফুল আলম, আমদানি ও রপ্তানী কারক এ্যসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ আবু সাইদসহ সাংবাদিক ও পোর্টে কর্মরত ব্যাবসায়ীরা। যথাযোগ্যভাবে এ দিবসটি পালন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ