Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীর আউলিয়াদের মাধ্যমে উপমহাদেশে ইসলাম এসেছে -দরবারে বারীয়ায় মিলাদুন্নবী (সাঃ) মাহফিল

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর দরবারে বারীয়ায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে বক্তারা বলেছেন, পীর আউলিয়াদের ত্যাগের বিনিময়ে এবং তাদের মাধ্যমে এ উপমহাদেশে ইসলাম এসেছে। ছৈয়দ আবদুল বারী শাহজী পীরের (রহঃ) খলিফা ও দরবারে বায়ীয়ার সাজ্জাদানশীন পীরে কামেল আল্লামা মুফতি ছৈয়দ মুহাম্মদ শামছুদ্দোহা বারীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন দিল্লির দরবারে নেজাম উদ্দীন মাহবুবে ইলাহির গদ্দীনশীন পীর আল্লামা খাজা ছৈয়দ শরীফ নেজামী। তিনি বলেন, মাযহাব অনুসরণ করা একান্ত জরুরী। কোরআন সুন্নাহর আলোকে যদি পারিবারিক ও সামাজিক জীবন পরিচালনা করা যায়, তাহলে কোন অবস্থাতেই একে অপরের সাথে দ্ব›েদ্ব লিপ্ত হবে না। সমাজে অশান্তি আসবে না। বিশেষ অতিথি ছিলেন দিল্লির পীরজাদা সৈয়দ মুহাম্মদ রেহমান নেজামী।
ছৈয়দ আবুল মোকাররম বারীর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন শুকছড়ি দরবারের ছৈয়দ মুহাম্মদ এহছানুল হক চিশতী, মাওলানা মুহাম্মদ এনাম রেজা আলকাদেরী, মুফতি ছৈয়দ সাইফুল ইসলাম বারী, হাফেজ ছৈয়দ এরশাদুল ইসলাম বারী, মাওলানা রায়হানুল ইসলাম কাদেরী।



 

Show all comments
  • মাওলানা নজরুল ইসলাম ২৭ জানুয়ারি, ২০১৮, ২:৫০ এএম says : 0
    এখন আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ