Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সান্তাহারে কক্ষ সঙ্কটে পাঠদান ব্যাহত

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহার পৌরসভার ৫নং ওয়ার্ডের কলসা সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণিকক্ষ সঙ্কটে ছাত্রছাত্রীদের পড়ালেখায় ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় হলেও প্রতিষ্ঠাতার পর থেকে প্রায় শতবর্ষের এই বিদ্যালয়টি এলাকাজুড়ে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বর্তমান বিদ্যালয়টি শ্রেণিকক্ষের সঙ্কট অবস্থায় পড়েছে এবং আসবাপত্রের অভাবে নানা রকম সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের পাঠদানে মারাত্বক সমস্যা সৃষ্টি হচ্ছে। এই বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২০৮ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। শিক্ষার্থীর তুলনায় পযার্প্ত শ্রেণিকক্ষ না থাকা এবং আসবাপত্রের অভাবও রয়েছে বলে জানা গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আজিমা আক্তার জানান, এটি একটি অনেক পুরাতন বিদ্যালয়। বর্তমানে এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ২০৮ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ