Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহের মাঠজুড়ে আবাদ আলোচনায় ‘সুবোল লতা’

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


মোস্তফা মাজেদ, ঝিনাইদহ থেকে : হরি ধানের পর এবার আলোচনায় এসেছে সুবোল লতা ধান। সুবোল লতা আসলে কোন স্বীকৃতিপ্রাপ্ত ধানের নাম নয়। ঝিনাইদহের নিরক্ষর কৃষক হরিপদ কাপালী যেমন ইরিধান থেকে হরিধানের উদ্ভাবক, তেমন কাজল লতা ধান থেকে সুবোল লতা ধানের উদ্ভাবক হচ্ছে সুবোধ বিশ্বাস। তাই কৃষি বিভাগ ও এলাকার কৃষকরা ধানের নাম রেখেছেন সুবোধ লতা। সুবোল বিশ্বাসের বাড়িও হরিপদ কাপালীর আসাননগর গ্রামে। সত্তর বছরের বৃদ্ধ সুবোল বিশ্বাসের বাবার নাম হচ্ছে মৃত কিরণ বিশ্বাস। হরিপদ ও সুবোল সম্পর্কে ভাইরা ভাই। হরিপদ কাপালীর দেখাদেখি সেও এই নুতন জাত আবিস্কারে প্রলুব্ধ হয়। উদ্ভাবক সুবোল বিশ্বাস জানান, ধানের জাত নির্বাচনের সেই কাহিনী হরিপদ কাপালীর মতোই। ২০০৬ সালে কাজল লতা ধান ক্ষেতের মধ্য থেকে ব্যতিক্রম কিছু ধান গাছ নিয়ে বীজ তৈরীর কাজ করেন জাত কৃষক সুবোল বিশ্বাস। দুই বছর পর অর্থাৎ ২০০৮ সাল থেকে নিজ জমিতে আবাদ শুরু করেন সুবোল বিশ্বাস। দৃশ্যমান আবাদের প্রথম বছর এলাকার কৃষকদের নজর কাড়ে। এরপর কয়েক বছরের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে সুবোল লতা ধান। উদ্ভাবনের ১১ বছর পার হলেও কৃষকদের কাছে সুবোল লতা ধানের কদর কমেনি। বরং দিনকে দিন কোন না কোন জেলায় এই ধানের আবাদ বাড়ছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মনিরুজ্জামানের মতে, ২৮ ধানের মতোই সুবোল লতা ধানের পারফরমেন্স। আবাদে সার ও ওষুধ কম লাগে। ঝিনাইদহ ছাড়াও দেশের বগুড়া, দিনাজপুর, ফরিদপুর ও মাগুরা জেলায় সুবোল লতা ধানের ব্যাপক আবাদ হচ্ছে বলে তিনি জানান। ঝিনাইদহের ডাকবাংলা বাজারের মিলগুলোতে সুবোল লতা ধান থেকে উৎপাদিত চালের প্যকেটে সুবোল লতা কথাটি শোভা পাচ্ছে। সুবোল বিশ্বাসের মতে ইরি আবাদ মৌসুমে এই ধানের ফলন বেশি হয়। সবোর্চ্চ ২৮ মন করে ফলে ৩৩ শতকের বিঘায়। আর আমনে ফলন কম হয়। ঝিনাইদহ কৃষি স¤প্রসারণ বিভাগের উপ-সহকারী উদ্যোন কর্মকর্তা বিধান চন্দ্র বিশ্বাস জানান, ২০১২-১৩ আবাদ মৌসুমে ঝিনাইদহ জেলায় সুবোল লতা ধান ১৬ হাজার ৬১৫ হেক্টর জমিতে চাষ হয়েছিলো। ২০১৪ সালে আবাদ বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ১৪০ হেক্টর জমিতে। সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে ১৬ হাজার ৩৫ হেক্টর জমিতে সুবোল লতা ধানের চাষ হয়। হরিপদ কাপালীর মতো সুবোল বিশ্বাসেরও কোন চাওয়া পাওয়া নেই। তার অভিব্যক্তি, তিনি চান তার উদ্ভাবিত ধান স্বীকৃতি পাক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ