প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: দীর্ঘ দুই মাস শূটিংয়ে দেশের বাইরে অবস্থানের পর গত সপ্তাহে দুই দিনের জন্য ঢাকা এসেছিরেন চিত্রনায়ক শাকিব। এসেই শূটিংয়ের জন্য গত সোমবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। এ সময়ের মধ্যে তার ছেলে জয়কে তিনি দেখতে পাননি। এ নিয়ে অপু ও শাকিবের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য দেয়া হয়। শাকিব নাকি আফসোস করে বলেছেন, বারবার ছেলেকে দেখতে চেয়ে যোগাযোগ করেছেন। কিন্তু অপু বিশ্বাস ছেলেকে দেখতে দেননি। অন্যদিকে অপু বিশ্বাস জানান, ছেলেকে দেখতে চেয়ে তার সঙ্গে কোনো যোগাযোগই করেননি শাকিব। তিনি বলেন, আমার ফোন সর্বক্ষণ আমার সঙ্গেই ছিলো। শাকিবের কোনো কল এতে আসেনি। তার কোনো লোকও আমাকে কল দেয়নি। তবে কেন তিনি মিথ্যে কথা বলছেন যে আমি তাকে একবারের জন্যও বাচ্চার মুখ দেখতে দেইনি। অপু বলেন, বাবা হিসেবে শাকিব চমৎকার। ছেলের জন্য আর সব বাবার মতোই তারও টান রয়েছে, নিয়মিত কাছে থাকতে না পারার কষ্টও হয়তো আছে। ব্যস্ততার কারণে সে কাছে থাকতে পারে না। তারপরই অপুর ক্ষোভ ঝরে পড়ে। তিনি বলেন, যখন সে দেশে আসে সেই সময়টাতে তো শাকিবের উচিত ছেলের কাছে থাকা। ও কখন দেশে আসে কখন যায় কিছুই জানি না। ছেলের সঙ্গেও দেখা করার চেষ্টা করে না। লোকে মন্দ বলবে এ শঙ্কায় নিজের দোষ বারবার আমার উপর চাপাতে চায়। কথাবার্তায় বাচ্চার ইমোশন নিয়ে আসে। দেশের মানুষকে কী এতো বোকা মনে করে সে? ছেলেকে দেখতে চাইলে কে তাকে আটকে রেখেছিলো? নাকি নিউজ করিয়ে আমাকে খারাপ স্ত্রী প্রমাণ করাই মূল উদ্দেশ্য? এতদিন পর এসে ছেলের পাশে একটু সময়ের জন্যও বসতে পারলো না, বাবা হিসেবে লজ্জা হওয়া উচিত ছিলো তার। যে বয়সের বাচ্চা বাবা-মায়ের আদরে বড় হয় সে বয়সী জয়ের বাবাকে কাছে না পাওয়ার দুঃখ কী বোঝে শাকিব? উল্টো আমার নামে অভিযোগ করছে। স্ত্রী হিসেবে আমি খারাপ বারবার এটা প্রমাণ করতে ও আমার নামে মিথ্যে তথ্য ছড়ায়। যেসব তথ্যের কোনো ভিত্তিই নেই। সত্যটা প্রকাশ হলে নিজেই ছোট হয়। তবে কী দরকার ছেলেকে নিয়ে কাদা ছোঁড়াছুড়ি করা? শাকিবের ক্যারিয়ার আরও রঙিন হোক, স্ত্রী হিসেবে সেই প্রত্যাশা করি। কিন্তু আমাদের স¤পর্কের জটিলতায় আমি কোনো কিছুতেই ছেলেকে দেখতে চাই না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।