রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টঙ্গী সংবাদদাতা : টঙ্গীর সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় হান্নান মিয়া নামে এক পোশাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। নিহত হান্নান পাবনার ফরিদপুর থানার কৃষ্ণনগর গ্রামের মো. তৈয়ব সরদারের ছেলে। তিনি টঙ্গীর খাঁপাড়া রোডের সিজন গার্মেন্টের কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কমর্রত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হান্নান মিয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা এ হত্যাকাÐ ঘটিয়েছে তা দতন্ত করে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।