Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকদের ভুখা মিছিল

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


সরকার আদম আলী, নরসিংদী থেকে: জাতীয় মজুরী কমিশন বাস্তবায়ন, ২০ ভাগ মহার্ঘ্য ভাতার বকেয়া এককালীন পরিশোধ, বকেয়া মজুরী, বেতন পরিশোধ, বদলী শ্রমিক স্থায়ীকরণসহ ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে গত বৃহস্পতিবার নরসিংদীর ইউএমসি জুটমিলে হাজার হাজার শ্রমিক মিল এলাকায় ভূখা মিছিল করেছে। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ পরিষদ ঘোষিত ১০ দিনের ২য় দফা কর্মসূচী ষষ্ঠ দিনে ইউএমসি জুট মিলের শ্রমিকরা এই ভূখা মিছিলে অংশ নেয়। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী ইউনাইটেড মেঘনা চাঁদপুর (ইউএমসি) জুটমিলের হাজার হাজার শ্রমিক মিলগেইটে থালা-বাসন নিয়ে সমবেত হয়। সেখান থেকে মিলের সিবিএ সভাপতি মো: আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা বশির আহমদের নেতৃত্বে ভূখা মিছিলে সংগঠিত হয়ে নরসিংদী জেলা শহরের বাজারসহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় মিলগেইটে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় হাজার হাজার শ্রমিক ¯েøাগান দেয়, “ভাত দে কাপড় দে-নইলে গদি ছেড়ে দে”। দুনিয়ার মজদুর এক হও, এক হও।
সমাবেশে বক্তৃতাকালে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ২০১৫ সালের ১ জুলাই থেকে দেশের মন্ত্রী, এমপিসহ সরকারী কর্মকর্তা কর্মচারীদের পে-কমিশন ঘোষণা ও বাস্তবায়িত হয়েছে। এই পে-কমিশন ঘোষণার পর জিনিসপত্রের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পারিবারিক ব্যয় নির্বাহ কঠিন হয়ে পড়েছে। কিন্তু পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়িত না হওয়ায় উর্ধমূল্যের বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না সাধারণ শ্রমিকরা। ছেলে-মেয়েদের লেখাপড়া করাতে পারছে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ