Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে শহরের মুন্সিাপাড়াস্থ জামিয়া ইসলামীয়া ফজলুল করিম রহঃ কওমী মাদ্রাসা চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ হোসেন আলী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সহ-সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন, সেক্রেটারী মোঃ মতিউর রহমান বায়েজিদ, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ আব্দুল জব্বার, ইশা ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক মোঃ আরিফ বিল্লাহসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, হতদরিদ্রদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে এসব কম্বল দেয়া হয়েছে। আমরা আশা করছি পীর সাহেব চরমোনাইয়ের মতো অন্যান্য সংগঠনগুলোও শীতার্ত মানুষের জন্য এগিয়ে আসবেন। এ সংগঠনের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলায় হত দরিদ্রদের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরন করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ