Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএমএফ’র উন্নয়ন সূচকে শীর্ষে বাংলাদেশ

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গত বছরের সমন্বিত উন্নয়ন সূচকে (আইডিআই) বাংলাদেশ শীর্ষ ৪০টি দেশের মধ্যে উঠে এসেছে। প্রধান অর্থনৈতিক সূচকে বাংলাদেশ স্থিতিশীল এবং মানসম্মত উন্নয়ন করেছে। এই সূচকে নির্দিষ্টভাবে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানগত অবস্থান প্রতিফলিত হয়।
আইএমএফের বার্ষিক সূচকে উদীয়মান অর্থনীতির ৭৪টি দেশের মধ্যে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানকে পেছনে ফেলেছে। সূচকে বাংলাদেশের অবস্থান ৩৪তম। এই সূচকে ভারত ৬২তম, পাকিস্তান ৫২তম এবং শ্রীলঙ্কার অবস্থান ৪০তম। নরওয়ে, আইসল্যান্ড, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও স্ট্যান্ডিনেভিয়ান দেশসহ ২৯টি উন্নত অর্থনীতির দেশ এই সূচকে অন্তর্ভুক্ত রয়েছে।
হাঙ্গেরি, আজারবাইজান, লাটভিয়া এবং পোল্যান্ডের পরেই উদীয়মান অর্থনীতির দেশগুলোর শীর্ষ রয়েছে লিথুয়ানিয়া। সূচকে নিচের দিকে থাকা পাঁচটি দেশ হলো মোজাম্বিক, লেসেথো, আলাওয়ি, জিম্বাবুইয়ে ও মিসর।
গত বছরের সূচকের চেয়ে বাংলাদেশ এ বছর দুই ধাপ এগিয়ে ৩৬তম অবস্থান থেকে ৩৪তম অবস্থানে উঠে এসেছে। সূচকের স্কোর এক থেকে সাত। এর মধ্যে সেরা সাত এবং এক সব চেয়ে খারাপ অবস্থানে রয়েছে। বাংলাদেশের সার্বিক সূচক মান চার। ১০৩টি দেশের অর্থনৈতিক কার্যক্রম যাচাই করে অর্থনৈতিক অগ্রগতি জিডিপিতে কিভাবে অবদান রাখতে পারে তার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়।
কর্মসংস্থান, শ্রমশক্তি, পরিবারের আয়, মাথাপিছু আয়, মোট সঞ্চয়, গড় আয়ু, দারিদ্র্য হার, সম্পদ বণ্টন, সরকারের ঋণ এবং পরিবেশ বান্ধব কার্যক্রমের ভিত্তিতে এই অর্থনৈতিক সূচক নির্ধারণ করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, গত বছর বাংলাদেশের জিডিপি অর্জিত হয়েছে সাত দশমিক ১৮ শতাংশ এবং ২০১৭-২০১৮ অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত দশমিক চার শতাংশ। ২০১৬-২০১৭ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬১০ ডলার। এ সময় মুদ্রাস্ফীতির হার পাঁচ শতাংশে স্থিতিশীল ছিল।
এর আগে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডবিøউইএফ)-এর সর্বজনীন উন্নয়ন সূচকেও প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশর এগিয়ে যাওয়ার খবর বেরিয়েছে। সূচকে উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির ৭৯টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৪ নম্বরে। ভারত ৬২তম ও পাকিস্তান ৪৭তম অবস্থানে রয়েছে। এ তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের দেশ লিথুয়ানিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ