Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্টুডেন্ট মন্ত্রীসভার ভোট ২৭ ও ২৯ জানুয়ারি

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের মন্ত্রীসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ জানুয়ারি। ২৭ জানুয়ারি মাধ্যমিক বিদ্যালয়ে এবং ২৯ জানুয়ারি দাখিল মাদরাসায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। কিশোরদের মধ্যে গণতন্ত্র চর্চা আর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষার্থীদের যুক্ত করতেই দেশের মাধ্যমিক স্তরের স্কুল ও মাদরাসায় এই নির্বাচন করা হয়ে থাকে। ২০১৫ সাল থেকেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। গতকাল (বৃহস্পতিবার) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকাÐে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়াও ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে তাদের যুক্ত করাতে এই নির্বাচন হচ্ছে। এবার দেশের ২২ হাজার ৬৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন হবে। এর মধ্যে ১৬ হাজার ৮৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬ হাজার ৫৫৭টি দাখিল মাদরাসা। এবারের নির্বাচনে এক লাখ ৮১ হাজার ১৫২টি পদের জন্য ২ লাখ ৮৩ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী প্রতিদ্ব›িদ্বতা করবে। ভোট দেবে ১ কোটি ৩ লাখ ৮৪ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী। মন্ত্রী জানান, এ নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসারসহ শৃঙ্খলা রক্ষার দায়িত্বও থাকবে শিক্ষার্থীদের উপর। শিক্ষক, পরিচালনা পর্যদ এবং অভিভাবকরা তাদের সহযোগিতা করবেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব শিক্ষার্থীই এ নির্বাচনের ভোটার। আর ভোটার তালিকাভুক্ত যে কোনো শিক্ষার্থী নির্বাচনে প্রার্থী হতে পারে। প্রত্যেক শ্রেণি থেকে একজন করে পাঁচটি শ্রেণি (ষষ্ঠ-দশম) থেকে পাঁচজন ও পরবর্তী সর্বোচ্চ ভোট পাওয়া তিন শ্রেণির তিন জনকে নিয়ে এক বছরের জন্য আট সদেস্যর এই কেবিনেট হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ