বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রেস বিজ্ঞপ্তি : ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে বাংলা ভাষা অবমাননার অভিযোগে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের পক্ষ থেকে গতকাল এক আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত ১০ জানুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বাংলাদেশে অনেকেই হিন্দি সিরিয়াল ও সিনেমা দেখেন বলে এদেশে ভাষাটির ভবিষ্যৎ উজ্জ্বল’।
এ কথার মাধ্যমে ভিয়েনা কনভেনশন ১৯৬১ এর আর্টিক্যাল ৪১ লঙ্ঘন হওয়ায় বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুল জলিলের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবি অ্যাডভোকেট আব্দুল হালিম গতকাল বৃহস্পতিবার রেজিষ্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠান। নোটিশে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তার এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে অফিসিয়ালী তা প্রত্যাহার করার জন্য বলা হয়েছে। অন্যথায়, বাংলাদেশের সংবিধানের ৩ অনুচ্ছেদে বর্ণিত ‘রাষ্ট্রভাষা বাংলা’কে অসম্মান ও ভিয়েনা কনভেনশন ১৯৬১ এর আর্টিক্যাল ৪১ লঙ্ঘঘনের দায়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ ডাক বিভাগের রেজিস্ট্রি রশিদ নং-১২৩ তারিখ : ২৫-০১-২০১৮ যোগে এ নোটিশ পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।