Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর বাড্ডায় স্কুল ছাত্র খুন

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর ভাটারা কুড়িল বিশ্ব রোড মিয়া বাড়ি (ক-১২৬ নম্বর) বাসা থেকে ডেকে নিয়ে নাহিন আহমদ (৭) নামে এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। নিহত ওই স্কুলছাত্রের লাশ বাড্ডা আফতাবনগর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
নরসিংদী বেলাবো উপজেলার নোয়াকান্দি গ্রামের মোঃ হিরন মিয়ার ২ ছেলে ১ মেয়ের মধ্যে মেঝো নাহিন। পরিবারের সাথে ভাটারা কুড়িল বিশ্ব রোড মিয়া বাড়ি (ক-১২৬ নম্বর) থাকতো।
নাহিনের চাচা মোবারক হোসেন জানান, এলাকার ্রশেরেবাংলা আইডিয়াল হাই স্কুল এর ১ম শ্রেণিতে লেখাপড়া করতো নাহিন। তার বাবা ক্যাবল ব্যবসায়ী।
গত বুধবার ১১টার দিকে স্কুল থেকে বাসায় ফিরে নাহিন। এরপর বাসার সামনেই ক্রিকেট খেলছিলো সে। সেখান থেকে তাদের প্রতিবেশি মশিউর (১৮) তাকে বাইরে গিয়ে তার সাথে খেলার কথা বললে নাহিন ব্যাট-বল রেখে তার সাথে বাসার বাইরে চলে যায়। এরপর স্বজনরা তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি শুরু করে। এক পর্যায়ে পরিবর্তিতে কয়েকটি মসজিদে তার নিখোঁজের বিষয়ে মাইকিং করে। তবুও বিকেল পর্যন্ত তার কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছিলোনা।
নাহিনের নিখোঁজের কথা শুনে মশিউরের মা তার স্বজনদের জানান,গ্ধনাহিনকে আমার ছেলে মশিউরের সাথে দেখেছি, ওর সাথেই আছেগ্ধ।
চাচা মোবারক হোসেন আরো জানান, বিকেল ৫টার দিকে মশিউর এলাকায় আসে। এসময় তার পরনের প্যান্ট উল্টো করে পরা ছিল। তবে এতে রক্ত মাখা ছাপ দেখা যাচ্ছিলো। তাকে দেখে সন্দেহ হলে আটকিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে জানান, খেলার সময় আহত এক জনকে ধরে গাড়িতে উঠিয়ে দেয়ার সময় তার প্যান্টে রক্ত লেগেছে।
পরে ভাটারা থানায় খবর দিলে পুলিশ মশিউরকে থানায় নিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সে নাহিনকে খুন করার কথা স্বীকার করে। পরে তাকে সাথে নিয়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী এলাকা বাড্ডার আফতাব নগর ৩নং সেক্টরের ৩৩ নং প্লটের কাশ বাগান থেকে নাহিনের লাশ উদ্ধার করে পুলিশ।
মশিউর যমুনা ফিউচার পার্কের একটি মোবাইলের শোরুমে কাজ করে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, গতরাত ১০টার দিকে ঘাতক মশিউরের তথ্যের ভিত্তিতে আফতাবনগরের ওই কাশ বাগান থেকে নাহিনের লাশ উদ্ধার করা হয়। তার মাথা, শরীরসহ শরীরের অনেক জায়গায় ইট দিয়ে থেতলানো জখম রয়েছে। তাকে ইট দিয়ে থেতলিয়ে মারার কথা মশিউরও স্বীকার করেছে।
এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা একটি মামলা দায়ের করেছেন। মামলায় মশিউরকে গ্রেফতার দেখানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ