Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএএফ সেমস্ এর ব্যবস্থাপনায় ফুটবল প্রতিযোগিতা শুরু

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল (সেমস্) এর ব্যবস্থাপনায় প্রথমবারের মত ঢাকার ২২টি প্রসিদ্ধ ইংলিশ মিডিয়াম স্কুলের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতা গতকাল স্কুল প্রাঙ্গনে শুরু হয়েছে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত প্রতিযোগিতায় মোট ৫৬০ জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে ৪টি ক্যাটাগরীতে ২৪টি ট্রফির জন্য লড়াই করবে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্ভোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন। বিএএফ শাহীন ইংলিম মিডিয়াম স্কুল এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর মধ্যে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ উদ্বোধনী খেলাটি গোলশূন্য ড্র হয়। অনুষ্ঠানে বিএএফ সেমস্ এর অধ্যক্ষ গ্রæপ ক্যাপ্টেন মাখ্লুকার রহমান খানসহ বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা, স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্রছাত্রী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ