Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভ্যাট রিটার্ন জমার পদ্ধতি সহজ করলো এনবিআর

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ভ্যাট রিটার্ন জমার পদ্ধতি সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)। গত বুধবার জারি হওয়া এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। এনবি আর-এর প্রথম সচিব (মূসক নীতি) হাছান মুহম্মদ তারেক রিকাবদারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভ্যাট আহরণ ও দাখিলের হার বাড়ানোর লক্ষ্যে দাখিল প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, ভ্যাট রিটার্ন দাখিলের পদ্ধতি সহজ ও করদাতাদের ভোগান্তি নিরসনে প্রতিটি ভ্যাট অফিসে দাখিলপত্র গ্রহণের জন্য ডেক্স স্থাপন করতে হবে। এর বাইরে করদাতারা দাখিলপত্র সংশ্লিষ্ট ভ্যাট অফিসে ই-মেইল পাঠাতে পারবে। এছাড়া ডাকযোগেও (জিইপি) দাখিলপত্র পাঠানো যাবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, ব্যবসায়ীদের অভিযোগ আমলে নিয়েছে এনবিআর। নিবন্ধিত প্রতিষ্ঠানের সুবিধার্থে একাধিক মাধ্যমে দাখিলপত্র দাখিলের পদ্ধতি পরিবর্তন ও সহজীকরণের মাধ্যমে করদাতাদের উৎসাহ দেওয়ার উদ্যোগ নিয়েছে এনবি আর। তাই ভ্যাট অফিসকে ৭টি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো– প্রতিটি সার্কেল অফিসে দাখিলপত্র গ্রহণ ও জমা দেওয়ার জন্য ডেক্স স্থাপন। নিবন্ধিত প্রতিষ্ঠান ১ থেকে ১৫ তারিখের মধ্যে দাখিলপত্র দাখিল করবে। তবে বীমা কোম্পানি মাসের ২০ তারিখ পর্যন্ত দাখিলপত্র দাখিলের সুযোগ পাবে।
নির্দেশনায় বলা হয়, দাখিলপত্র গ্রহণ ডেস্কে দাখিলপত্র গ্রহণ, প্রাপ্তি স্বীকারপত্র প্রদান এবং গৃহীত দাখিলপত্র সংশ্লিষ্ট সহকারী রাজস্ব কর্মকর্তার কাছে যথাসময়ে হস্তান্তর করতে হবে। তবে সংশ্লিষ্ট কমিশনারেটের কমিশনারকে দাখিলপত্র আরও সহজ করার জন্য সার্কেল ও বিভাগীয় দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আদেশ জারি করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ