পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি এখন পর্যন্ত মাত্র ১৫ শতাংশ হলেও অর্থবছর শেষে উল্লেখযোগ্য পরিমানে বাড়বে বলে দাবি এনবিআর চেয়ারম্যানের। ঝুলে থাকা রাজস্ব মামলা নিষ্পত্তি ও বকেয়া কর আদায় প্রবৃদ্ধিতে ভুমিকা রাখবে বলে দাবি তার। কর আদায়ে প্রকৃত ব্যবসায়ীদের সহযোগিতা ও কর কর্মকর্তাদের ইতিবাচক মনোভাব প্রত্যাশা করেন তিনি। আমদানি রপ্তানি বাণিজ্য এবং বহুজাতিক কোম্পানির উদ্যোক্তাদের সংগঠন ফরেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ফিক্কি)’র মাসিক মধ্যাহ্ন ভোজ সভায় উদ্বোধনী বক্তব্যে ফিক্কির প্রেসিডেন্ট বলেছেন, কাস্টম হাউসে পরীক্ষা নিরীক্ষার নামে প্রকৃত ব্যবসায়ীদের হয়রানী করা উচিত নয়। রাজস্ব বোর্ড চেয়ারম্যান বলেছেন, কাস্টম হাউস ডিজিটাইজেশনে কাজ চলছে। তবে পুরোপুরি অটোমেশনের আগে সবার সাথে আলোচনা করা হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, আমরা তিন মাসের একটি ট্রানজিশন প্ল্যান তৈরি করছি। এপ্রিল, মে, জুন এই তিনমাসে আমরা ’৯১ এর আইন থেকে ২০১২ আইনে যেতে কোথায় কোথায় পরিবর্তন লাগবে এইসব বিষয় গভীরভাবে খতিয়ে দেখবো। অর্থবছর শেষ হতে সময় আছে আর মাত্র ৩ মাস। ৪০ শতাংশ প্রবৃদ্ধির টার্গেট থাকলেও রাজস্ব আদায়ে এখন পর্যন্ত প্রবৃদ্ধি মাত্র ১৫ শতাংশ। টার্গেট পূরনে দুটি খাত থেকে অর্থ আদায়ের কথা জানান তিনি। নজিবুর রহমান বলেন, লক্ষ্যমাত্রা আদায়ের অন্যতম কৌশলের মধ্যে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ হবে। একটা হচ্ছে রাজস্ব মামলার দ্রæত নিষ্পত্তি, মামলাতে আমাদের বহু টাকা আটকে আছে। দ্বিতীয় বকেয়া রাজস্ব আদায়। এই দুটি বিষয়েই কিন্তু আমরা অনেক দূর এগিয়েছি। বাংলাদেশে বিনিয়োগকৃত অর্থ পুরোপুরি নিরাপদ বলে বিদেশী বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন এনবিআর চেয়ারম্যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।