Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ণ নিরাপত্তা না দিয়ে রোহিঙ্গাদের ফেরৎ পাঠানো ঠিক হবে না -মাওলানা শাহ আতাউল্লাহ

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ এক বিবৃতিতে বলেছেন, রোহিঙ্গা মুসলমানরা জন্ম সূত্রে মিয়নমারের নাগরিক। তাদের জান-মালের নিরাপত্তা, বাসস্থানসহ সকল অধিকার তাদের ন্যায্য পাওনা। আরকানের রোহিঙ্গারা যাতে তাদের নিজ মাতৃভূমিতে সম্মান ও নিরাপত্তার সাথে ফিরে যেতে পারেন ও বসবাস করতে পারেন সে জন্য কর্যকর ব্যবস্থা নিতে হবে। কোন ট্রানজিট ক্যাম্প বা আশ্রয় কেন্দ্রে নয়, পূর্ন নাগরিক অধিকার দিয়ে তাদের নিজ ভিটায় প্রত্যাবাসন করতে হবে। এ ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে বয়াবহ বিপদের দিকে ঠেলে দেয়া। বিবৃতিতে তিনি আরো বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত অধিকার। মিয়ানমার সরকার সে দেশের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদেরকে সমূলে উচ্ছেদের জন্য নাগরিকত্ব আইন পরিবর্তন করেছে। রোহিঙ্গা মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে ও দেশান্তর করে মিয়ানমার সরকার জাতীয় ও আন্তর্জাতিক সকল আইন ও মানবাধিকার লঙ্গন করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ