Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রী সিলেট সফর ঘিরে নিñিদ্র নিরাপত্তা পরিকল্পনা

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সিলেট ব্যুরো : জাতির জনকের কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফল ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে পরিকল্পনা গ্রহন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ইনার কর্ডন, আউটার কর্ডন, রোড ব্যবস্থাপনা, রুফটপ, ট্রাফিক ম্যানেজমেন্ট ও সাদা পোশাকধারী দ্বারা সুরক্ষিত নিরাপত্তা বূর্হ্য। এছাড়াও সচরাচর ভাবে এসএসএফ, এবিপিএন, র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা সবাই কাজে থাকবে নিরাপত্তা নিশ্চিতে। যদিও প্রধানমন্ত্রীর নিরাপত্তার মূল কাজটা করে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। বিশেষায়িত এই বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সিলেটে প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তার কাজ করবেন। দু-একদিনের মধ্যে এসএসএফ’র ‘অ্যাডভান্স পার্টি’ সিলেটে আসবে বলে জানা গেছে। এসএসএফ’র বাইরে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় পুলিশ, র‌্যাব তথা সকল নিরাপত্তা বাহিনীগুলো কাজ করে থাকে। সংশিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে থাকছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। চলতি মাসের শুরুর দিকে সিলেটে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি জানার পর থেকেই নিরাপত্তা বিষয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থাগুলো। সূত্র জানায়, গেল কয়দিন ধরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছে নিরাপত্তারক্ষী বাহিনীগুলো। ঘষেমেজে তৈরী করা হচ্ছে নিখুঁত পরিকল্পনা। দু-একদিনের মধ্যে সিলেটে র‌্যাব, পুলিশ, এবিপিএন, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবিসহ নিরাপত্তায় নিয়োজিত সকল বাহিনী ও সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হবে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব বলেন, ‘প্রধানমন্ত্রী সিলেট সফর উপলক্ষে পুলিশ, র‌্যাব, এবিপিএনসহ অন্যান্য বাহিনী ও সংস্থাগুলো নিয়ে নিরাপত্তা বিষয়ক সভা হবে। সিলেটে আসবেন দু-একদিনের মধ্যে এসএসএফের অ্যাডভান্স দল।’ তিনি আরো বলেন, ‘সিলেটে প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তা তথা চার স্তরের নিরাপত্তা দেয়া হবে।’ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী বিমান বা হেলিকপ্টারযোগে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখান থেকে বুলেটপ্রুফ গাড়িযোগে নগরীর ভেতরে আসবেন তিনি। বিমানবন্দর থেকে নগরীর মধ্যে আসার পথে থাকবে বিশেষ নিরাপত্তা। নগরীর চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত সড়কে সাধারণ জনতা ও যানবাহনের চলাচল ওই সময় বন্ধ করে দেয়া হতে পারে। সিলেট পৌঁছার পর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এছাড়া হযরত বোরহান উদ্দিন (রহ.) এর মাজারেও যেতে পারেন তিনি। এসব মাজার ও যাতায়াত পথে নেয়া হবে কঠোর নিরাপত্তা। পরবর্তীতে সার্কিট হাউসে বিশ্রাম ও দুপুরের খাবার খেতে পারেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে ওই এলাকায়ও থাকবে কঠোর নিরাপত্তা। নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। ওই জনসভাস্থল এবং আশপাশের সকল সড়ক, বাসাবাড়ি সবখানে নেয়া হবে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উঁচু ভবনের ছাদে শক্তিশালী বাইনোকুলার ও স্নাইপার রাইফেল নিয়ে অবস্থান করবেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জনসভাস্থল ও আশপাশ এলাকায় বন্ধ করে দেয়া হতে পারে মোবাইল ও ইন্টারনেট সংযোগের নেটওয়ার্ক। সংশিষ্ট সূত্রে জানা গেছে, নিরাপত্তার জন্য আলিয়া মাদরাসা মাঠে আশপাশের ভবনগুলো আগের দিনই খালি করে দেয়া হবে। এসব ভবনের নিয়ন্ত্রণ নেবে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া প্রধানমন্ত্রীর জনসভাস্থলে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য কাজ করবেন। সূত্র জানিয়েছে, নিরাপত্তার কাজে সিলেট মহানগর পুলিশের প্রায় তিন হাজার সদস্যকে কাজে লাগানো হবে। এছাড়া পুলিশের বিভিন্ন রেঞ্জ থেকে আরো কয়েক হাজার চৌকস সদস্যকে সিলেটে নিয়ে আসা হবে। সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম তালুকদার জানান, নিরাপত্তার পরিকল্পনার সম্পন্ন হবে মহানগর পুলিশের চাহিদা অনুযায়ী। জেলা পুলিশের আওতাধীন ফোর্স নিরাপত্তায় অংশ নেবে। এছাড়া বিভিন্ন রেঞ্জ থেকেও পুলিশ সদস্যদের আনা হবে।’ র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, মুলত এসএসএফের দায়িত্ব থাকবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা। তারাই দায়িত্ব পালন করবেন ইনার কর্ডনে । র‌্যাব, পুলিশসহ অন্যান্য বাহিনী থাকবে আউটার কর্ডনে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ